খেলাপি ঋণ আদায়ে কাজ করছে অগ্রণী ব্যাংক

0
13

খেলাপি ঋণ আদায়ে কাজ করছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি। গত বছর নগদ ৪৪১ কোটি টাকাসহ এ খাত থেকে ১ হাজার ৭২৬ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে ১৮তম বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে ব্যবস্থপনা পরিচালকসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যাংকটি ২০২৪ সালে দেড় হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফা আয় করেছে বলে জানানো হয় সভায়।

উল্লেখ্য, সরকারি ব্যাংকের মধ্যে রেমিট্যান্স অর্জনেও শীর্ষ স্থান ধরে রেখেছে অগ্রণী ব্যাংক। আমদানি রফতানি বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যাংকটির। ব্যবসায়িক ও আর্থিক সূচকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাংকটির চেয়ারম্যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.