খুলশীতে নৌকা–ফুলকপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

চট্টগ্রাম–১০ আসন

0
233
চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ মো. জামাল ও শান্ত বড়ুয়(অক্সিজেন মাস্ক মুখে), ছবি সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন  শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল(৩২)।

গুলিবিদ্ধ দুজন কোন পক্ষের, তা নিশ্চিত হওয়া যায়নি। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা খুলশী থানার ওসি মেয়ামত উল্লাহ নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রের বাইরে নৌকা প্রতীক ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মহিউদ্দিন (বাচ্চু)। ফুলকপি প্রতীকের প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.