খুলনা সিটির উন্নয়নে ৪০ দফা ইশতেহার ঘোষণা তালুকদার খালেকের

0
144
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ইশতেহার ঘোষণা করেছেন। আজ দুপুরে খুলনা প্রেসক্লাবের শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে

খুলনা সিটি করপোরেশনের উন্নয়নে ৪০ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ইশতেহারে নগরকে আধুনিক, পরিবেশবান্ধব ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে খুলনা প্রেসক্লাবের শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে তিনি ওই ইশতেহার ঘোষণা করেন। এ সময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা ছিলেন।

খালেকের ইশতেহারের ৪০ দফার মধ্যে রয়েছে পরিচ্ছন্ন-সবুজ ও পরিবেশবান্ধব খুলনা গড়ে তোলা; পার্ক-উদ্যান নির্মাণ ও বনায়ন; জলাবদ্ধতা দূরীকরণে বিশেষ ব্যবস্থা; স্বয়ংক্রিয় পদ্ধতিতে নালা পরিষ্কার; আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা; বৃক্ষ পরিচর্যা ও সংরক্ষণ; স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নিরাপদ স্বাস্থ্যকর খুলনা; সুলভ মূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা; সূর্যোদয়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম; মাদকমুক্ত নগর গড়ে তোলা; সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা; পথচারীবান্ধব ফুটপাত; বিনিয়োগ ও কর্মসংস্থান উপযোগী নগর গড়ে তোলা; সিভিক সেন্টার গড়ে তোলা; অনুদান তহবিল চালু, মিডিয়া সেন্টার চালু ও সেরা সংবাদ পুরস্কার প্রবর্তন; কবরস্থান ও শ্মশানঘাটের উন্নয়ন; মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য প্রতিবছর প্রতিযোগিতার আয়োজন; স্মার্ট ও ডিজিটাল খুলনা; নগরের গুরুত্বপূর্ণ স্থানে মানচিত্র প্রদর্শন; অংশগ্রহণমূলক ও সুশাসিত খুলনা গড়ে তোলা; ওয়ান স্টপ ক্রাইসিস সেল স্থাপন; হটলাইন ও নগর তথ্যকেন্দ্র চালু; পরিকল্পনা প্রণয়নে পরামর্শক কমিটি গঠন; সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন ও বিকাশ ঘটানো; জলাশয় ও পুকুরগুলো সংরক্ষণ; শিশুদের সাঁতার শেখানোর বিশেষ উদ্যোগ; নগরীর বাজারগুলো আধুনিকায়ন; হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে সেবার মান বৃদ্ধি; বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে রাস্তার নামকরণ; বধ্যভূমিগুলো সংরক্ষণ; যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন; শিক্ষাব্যবস্থার উন্নয়ন; নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান; সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ; ওয়াসা, কেডিএ, রেলওয়ে, টেলিকমিউনিকেশন ও বিদ্যুৎ পরিষেবা উন্নয়ন; কেসিসিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা; উন্নয়ন কার্যক্রম নিয়ে বুলেটিন প্রকাশ এবং খুলনা মহানগরের সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ।

গত সিটি নির্বাচনের আগে ৩১ দফা ইশতেহার ঘোষণা করেছিলেন তালুকদার আব্দুল খালেক। পাঁচ বছর আগের করা ওই ইশতেহারের সঙ্গে বর্তমান ইশতেহারের অনেক মিল রয়েছে। এবারের ইশতেহার ঘোষণার সময় তিনি বলেন, ‘গত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আমি আমার নির্বাচনী ইশতেহারে ৩১ দফা পরিকল্পনা, প্রতিশ্রুতি ও অঙ্গীকার আপনাদের কাছে তুলে ধরেছিলাম। তার মধ্যে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। করোনা পরিস্থিতিসহ নানা প্রতিকূল অবস্থার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয়নি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে নগরের সার্বিক উন্নয়ন ও নগরবাসীর সেবা প্রদানে আমার আন্তরিকতার অভাব ছিল না।’

তালুকদার খালেক বলেন, পুনরায় মেয়র নির্বাচিত হলে আগের দায়িত্বকালের অসমাপ্ত কাজ শেষ করার পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জাহান, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী, সাবেক সংসদ সদস্য মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, মুন্সী মাহাবুবুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.