খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

0
24
মেসার্স আহসানুল্লাহ ও জে জে ট্রেডার্স নামে দুটি দোকানে একসাথে অগ্নিকাণ্ড

খুলনার অন্যতম বাণিজ্যিক এলাকা স্টেশন রোডের পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মেসার্স আহসানুল্লাহ ও জে জে ট্রেডার্স নামে দুটি দোকানে একসাথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা ছড়িয়ে যায় আশেপাশের গোডাউনে। এতে ১০ থেকে ১৫ টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। পাটের বস্তা, পাটের সুতাসহ বিভিন্ন পাটজাত দ্রব্যাদি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একসাথে কাজ করে প্রায় এক ঘণ্টা কাজ করার পরে আগুন খানিকটা নিয়ন্ত্রণে এসেছে বলে তারা জানায়।

তবে আগুন নির্বাপনে আরো বেশ খানিকটা সময় লাগবে। বৈদ্যুতিক তার ছিঁড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস বলেছে আগুনের সূত্রপাত, একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, রাত ১০টা ২০ মিনিটে আমরা আগুনের খবর পাই। এরপর একে একে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুনে নেভানোর কাজে যোগ দেয়। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনও আধাঘণ্টা সময় লাগতে পারে। তিনি বলেন, আগুন পুরোপুরি নেভাতে এখনও খানিকটা সময় লাগবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.