খুনের হুমকি ও পাঁচ লাখ রুপি হাতিয়ে নেওয়ার ঘটনাটি সত্য: সুনিধি

0
23
সংগীতশিল্পী সুনিধি নায়েক, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

প্রতারণার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সুনিধি নায়েক। হত্যা এবং অন্তর্জালে ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গায়িকার থেকে সাড়ে পাঁচ লাখ রুপি নিয়েছে অপরাধীরা। এ বিষয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন তিনি। খবরটি এবার নিশ্চিত করেছেন সুনিধি। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন তিনি। দ্রুত সমাধানের জন্য সবাইকে প্রার্থনাও করতে বলেছেন এ শিল্পী। তিনি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবের স্ত্রী।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সুনিধি। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিনের ঘটনায় আমি ক্লান্ত বিধ্বস্ত। তার ভেতরে এত এত কল, টেক্সট। আমি সবার উত্তর দিতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি। যাঁরা বারবার আমার খোঁজ নিচ্ছেন, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি এখন ভালো আছি, তবে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি।’

ঘটনার বর্ণনায় সুনিধি লিখেছেন, ‘গেল বৃহস্পতিবার আমার এবং আমার বাবার প্রাণনাশের হুমকির মুখে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি সত্য। ভয়ংকর ব্যাপার হলো, ডার্কওয়েবের ভয়ভীতিও দেখানো হয়েছে আমাকে।’
বিষয়টি নিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন সুনিধি। তবে এ বিষয়ে কোনো স্টেটমেন্ট দিতে চাননি তিনি। এ বিষয়ে সুনিধি লিখেছেন, ‘কেন হলো, কিভাবে হলো, কারা করল—এসবের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আমি এখনই কোনো স্টেটমেন্ট দিতে চাই না। সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টি একটু খেয়াল রাখবেন।’

সুনিধি নায়েক, ফেসবুক

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, সুনিধি বিশ্বভারতীর সংগীত ভবনের প্রাক্তন ছাত্রী এবং কর্মসূত্রে পূর্বপল্লীতে একটি ভাড়াবাড়িতে থাকতেন। এর মধ্যে গত বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেদিনই অপরিচিত মানুষদের বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখেন তিনি। অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিরা ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাঁকে হুমকি দিতে থাকেন। সুনিধি ও তাঁর বাবার প্রাণনাশের হুমকি দেন এবং সাড়ে পাঁচ লাখ রুপি আদায় করেন। এমনকি সুনিধির ছবিও ডার্কওয়েবে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে সুনিধি যখন বুঝতে পারেন তাঁর সঙ্গে জালিয়াতি হয়েছে, থানায় গিয়ে অভিযোগ করেন তিনি। জানা গেছে, সাইবার অপরাধ দমন শাখার আওতায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সুনিধি ও অর্ণব

আনন্দবাজার অনলাইনকে সুনিধি বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই হয়তো হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছে। ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য জানে। আমাকে বলা হয়, আর্থিক তছরুপের মামলায় আমি নাকি ধরা পড়েছি। খুনের হুমকিও দেওয়া হয় আমাদের। ৬ থেকে ৭ মাস ধরে নজরদারি চালাচ্ছিল আমার ওপরে। আমি কাউকে মেসেজ বা ফোন করলেও নাকি জানতে পারছেন। এ-ও বলেন যে আমার ছবি ডার্কওয়েবে ছেড়ে দেবেন। ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বুঝতে পারি, সবই জালিয়াতি। এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে।’

প্রতারকদের শাস্তি চেয়ে সুনিধি বলেন, ‘আমি টাকা ফেরত চাই। এ ছাড়া অপরাধীদের শাস্তি চাই। একই সঙ্গে আমাদের নিরাপত্তা চাই।’

সুনিধি নায়েক, ছবি: ইনস্টাগ্রাম

রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে পরিচিত সুনিধি নায়েক। ২০২০ সালে তিনি বিয়ে করেন বাংলাদেশের সংগীতশিল্পী অর্ণবকে। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের শিকড়ের টানে তিনি মাঝেমধ্যে শান্তিনিকেতনে আসেন। সে জন্যই শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি বাড়ি ভাড়া নিয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.