খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

0
6
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
 
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
 
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান ও পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বলেও জানান।
 
তিনি আরও বলেন, উনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তার সুস্থতা কামনা করেছেন এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ম্যাডামের কাছে পৌঁছে দিয়েছেন। ম্যাডামও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
 
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পরে গত ৫ সেপ্টেম্বর বৃটিশ হাইকমিশনার সারাহ কুক এবং গত ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে তার বাসভবন ফিরোজায় যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.