পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। ইতোমধ্যে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এরইমধ্যে গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী (সিএম) খালিদ খুরশিদকে ইসলামাবাদে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
আজ বৃহস্পতিবার পিটিআই টুইটে বলেছে, সরকার ক্ষমতার নেশায় মত্ত হয়ে ‘জ্ঞান হারিয়েছে’। জনগণের দ্বারা নির্বাচিত একজনকে গৃহবন্দি করার বিষয়টি আফসোসের বলে মন্তব্য করেছে দলটি। খবর- দ্য ডনের।
এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯০ জনেরও বেশি। বিক্ষোভ-সহিংসতার মধ্যে চলছে ব্যাপক ধরপাকড়। ইতোমধ্যে এক হাজার ৯০০ বিক্ষুব্ধ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
ইমরান খানকে গত মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় ও পায়ে আঘাত করা হয়েছে। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তান।