‘খারাপ স্বামী’ হতে হবে, তাই রাজি হয়েছেন যীশু

0
171
যীশু সেনগুপ্ত

দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ার। তবে কিছুতেই থিতু হতে পারছিলেন না। ঋতুপর্ণ ঘোষের সিনেমায় অভিনয় করে অভিনেতা হিসেবে বলা যায় যীশু সেনগুপ্তর নতুন জন্ম হয়। এরপর গত পাঁচ বছরে তাঁকে দেখা গেছে বেশি কয়েকটি হিন্দি ও তেলেগু সিনেমা, সিরিজে।

প্রসেনজিৎ থেকে যীশু, যে অভিনেতাদের নতুন করে চিনিয়েছিলেন ঋতুপর্ণ

সামনে নতুন হিন্দি সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ দেখা যাবে যীশুকে। সমালোচক ভরদ্বাজ রঙ্গনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সিরিজটিতে ‘খারাপ স্বামী’র চরিত্র পেয়েছেন বলেনই রাজি হয়েছেন।

এ পর্যন্ত করা বেশির ভাগ হিন্দি ছবিতেই ছোট চরিত্রে দেখা গেছে যীশুকে। এ ছবিগুলোর অনেকগুলোই তিনি করেছেন বিখ্যাত অভিনেত্রীর স্বামীর চরিত্র।

 যীশু সেনগুপ্ত
যীশু সেনগুপ্তইনস্টাগ্রাম থেকে

পর্দায় বিদ্যা বালান, রানী মুখার্জি, কঙ্গনা রনৌতদের মতো অভিনেত্রীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যীশু।

এবার ‘দ্য ট্রায়াল’-এ যীশুকে দেখা যাবে কাজলের স্বামীর চরিত্রে। সেই সূত্র ধরে ভরদ্বাজ অভিনেতাকে প্রশ্ন করেন, ‘পর্দায় কেন তাঁকে কেবল জনপ্রিয় নায়িকাদের স্বামীর চরিত্রে দেখা যায়?’

প্রশ্ন শুনে যীশু তো হেসেই খুন। পরে কোনোমতে হাসি থামিয়ে বলেন, তাঁর কাছেও ব্যাপারটি একঘেয়ে হয়ে যায়।

 যীশু সেনগুপ্ত
যীশু সেনগুপ্তইনস্টাগ্রাম থেকে

এ জন্যই ‘স্বামীর’ চরিত্রে অভিনয় করা ছেড়েই দিয়েছেন। তবে ‘দ্য ট্রায়াল’-এ তিনি রাজি হয়েছেন চরিত্রটিতে বিভিন্ন রকম স্তর আছে বলে। যীশুর ভাষ্যে, এটি ‘খারাপ স্বামী’র চরিত্র। সঙ্গে ছিল তাঁর প্রিয় অভিনেত্রী কাজলের সঙ্গে অভিনয়ের সুযোগ। দুইয়ে দুইয়ে চার মিলে যাওয়ায় আর আপত্তি করেননি।

সুপন ভার্মা পরিচালিত ‘দ্য ট্রায়াল’ তৈরি হয়েছে মার্কিন সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’ অবলম্বনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.