মুখে আবির মাখা ছবি পোস্ট করে পূজা চেরি লিখেছেন, ‘হোলি মানেই রঙের সঙ্গে মেতে উঠতে ভালো লাগে।’কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী ছবিটি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘সবাইকে শুভ হোলির শুভেচ্ছা’অভিনেত্রী আশনা হাবীব ভাবনা ৯ বছর আগের ছবি পোস্ট করে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’।ছবিটি পোস্ট করে আপু বিশ্বাস ভক্তদের হোলির শুভকামনা জানিয়েছেনঅভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘এমন দোলপূর্ণিমার কোনো এক সন্ধ্যায় জন্মেছিলাম। এবার ইংরেজি আর বাংলাটা সুন্দর মিলে গেল। সবাইকে দোলপূর্ণিমার শুভেচ্ছা’জ্যোতিকা জ্যোতি রং মাখানো ছবি দিয়ে লিখেছেন, ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’
লেখাটি এক বছর আগের। ৯৪ বছর পার করেছেন ওয়ারেন বাফেট। সবচেয়ে বড় খবর হচ্ছে তিনি উত্তরাধিকার নির্বাচন করে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বার্কশায়ার হ্যাথাওয়ের...
এবার বিমর্ষ মুখখানাই বেশি দেখা গেল। সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান উচ্ছ্বাস দেখানোর সুযোগই তো তেমন একটা পাননি। দল যে ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই...