খাগড়াছড়ির সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

0
25
খাগড়াছড়ি জেলার সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনকে পুশ ইন

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাঁদের পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬ জন নারী, ৭ জন পুরুষ ও ৬টি শিশু রয়েছে। ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যাঁদের জোরপূর্বক পাঠানো হয়েছে, তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে তাঁদের বিজিবির হেফাজতে তাইন্দং ইউনিয়নের ডিবিপাড়ার স্থানীয় একটি বিদ্যালয়ে রাখা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সীমান্ত দিয়ে নতুন করে পাঠানো ১৯ জনকে খাবার দেওয়া হয়েছে। তাঁদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। বাংলাদেশি হলে তাঁদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং দিয়ে ১৫ জন, পানছড়ি উপজেলার লোগাং সীমান্ত দিয়ে ৩০ জন এবং ২০ মে রামগড় দিয়ে ৬ জনকে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.