খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে যুবকের মৃত্যু

0
20
মো. শরীফ হোসেন

খাগড়াছড়রি দীঘিনালা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার কবাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হাচিনসনপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শরীফ হোসেন। হাচিসনপুর এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে তিনি।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বৃষ্টির সময় মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা ডা. তনয় তালুকদার জানান, হাসপাতালে আনার পথে বজ্রপাতে আহত যুবকের মৃত্যু হয়েছে।

দীঘনািলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারয়াি জানান, বজ্রপাতে একজন নিহত হয়েছেন। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের অভিভাবক মরদেহ ময়নাতদন্ত না করার আবদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.