খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

0
5
মাটিরাঙ্গা থানা

খাগড়াছড়ির মাটিরাঙায় দুর্বৃত্তের গুলিতে সুবি ত্রিপুরা (৩৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। এ সময় নিহতের বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী দুর্গম তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক।

ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

জানা যায়, নিহত ইউপিডিএফ কর্মী সুবি ত্রিপুরা হেডম্যান পাড়ার বাসিন্দা বাসনা ত্রিপুরার ছেলে। আর আহত তারাবতী ত্রিপুরার স্বামীর নাম ধন ত্রিপুরা।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত হন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা (২০) আহত হয়েছেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘটনাস্থল সীমান্তবর্তী ও দুর্গম হওয়ায় পুলিশ এখনও পৌঁছাতে পারেনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.