ক্ষমতায় গিয়ে ‘স্বৈরশাসক’ হতে চান ট্রাম্প

0
140
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হলে একদিনের জন্য স্বৈরশাসক হওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১০ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ক্ষমতায় আসলে প্রথম দিন দুটি স্বৈরাচারী সিদ্ধান্ত নেব। এরপর আর স্বৈরাচার থাকব না।

তিনি বলেন, ক্ষমতায় আসলে প্রথম দিনই মেক্সিকো থেকে অভিবাসী অনুপ্রবেশ চিরতরে বন্ধ করে দেব। এরপর বিদ্যুৎ উৎপাদনে জোর দেব। এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের পর আর তিনি স্বৈরাচারী কোনো সিদ্ধান্ত নেব না।

ট্রাম্প বলেন, আমাকে স্বৈরাচার আখ্যা দিয়ে প্রতিপক্ষ শিবির রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসনবিরোধী একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হলে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও বৈধ অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা দিয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.