শ্বাসতন্ত্র সংক্রমণে হাসপাতালে পোপ ফ্রান্সিস

0
138
পোপ ফ্রান্সিস

শ্বাসতন্ত্রে সংক্রমণে ভুগছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। এজন্য ৮৬ বছর বয়সী ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান এ ধর্মগুরুকে ইতালির রোমের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে মেডিক্যাল থেরাপির জন্য কিছুদিন থাকতে হবে তাঁকে।

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কয়েকদিন থেকে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তবে তার করোনা হয়নি।

একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, পোপ ফ্রান্সিসের নিরাপত্তা রক্ষীসহ ঘনিষ্ঠ স্টাফরা আজ বৃহস্পতিবার রাতে গেমেলি হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পোপের অসুস্থতার সংবাদ জেনে তাঁর আরোগ্য কামনায় জনগণকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

পোপের জন্য বছরের এই সময়টা খুবই ব্যস্ততম। এই সময়ে তাঁর অনেকগুলো পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে।

চলতি সপ্তাহে ইস্টার সানডে। পরের সপ্তাহে হলি উইক ও ইস্টার উদযাপন। এপ্রিলের শেষের দিকে তাঁর হাঙ্গেরি সফরের কথা রয়েছে। সূত্র: বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.