ব্যাট হাতে তিনি রেকর্ড গড়বেন, এ আর এমন কী! কত দ্রুত মাইলফলকে পৌঁছে যেতে পারছেন, বিরাট কোহলির জন্য এখন দেখার বিষয় হয়ে গেছে এটিই। পাকিস্তানের বিপক্ষে একটি মাইলফলক ছুঁয়ে এগিয়ে থাকায়ও প্রথম হলেন তিনি। একটি রেকর্ড গড়লেন ফিল্ডিংয়েও।
পাকিস্তানের বিপক্ষে আজ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটি যখন খেলতে নামেন, তাঁর নামের পাশে ১৩ হাজার ৯৮৫ রান। এই ম্যাচে ১৫ রান করতেই ওয়ানডেতে ১৪ হাজার রান করা দ্রুততম ব্যাটসম্যান হয়ে গেছেন কোহলি।
এত দিন এই রেকর্ডটা ছিল এমন একজনের দখলে, যাঁর সঙ্গে তুলনা করা হয় কোহলির। ৩৫০ ইনিংসে ওয়ানডেতে ১৪ হাজার রান করেছিলেন শচীন টেন্ডুলকার। তাঁদের দুজনের বাইরে এই সংস্করণে ১৪ হাজার রানই অবশ্য আছে আর একজনের—শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ৩৭৮ ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন।
এই ম্যাচেই একটি ভারতীয় রেকর্ড গড়েছেন কোহলি। সেটি অবশ্য ব্যাটিংয়ে নয়, ওয়ানডেতে এখন ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি কোহলির দখলে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মোহাম্মদ আজহারউদ্দিনের সমান ১৫৬ ক্যাচ ছিল তাঁর।
কুলদীপ যাদবের বলে নাসিম শাহর ক্যাচ নিয়ে আজহারউদ্দিনকে ছাড়িয়ে যান, পরে খুশদিল শাহর ক্যাচ নিয়ে ২৯৯ ওয়ানডেতে ক্যাচ ধরার সংখ্যাটাকে ১৫৮–তে নিয়ে যান কোহলি। আন্তর্জাতিক ওয়ানডেতেই কোহলির চেয়ে বেশি ক্যাচ নিয়েছেন শুধু আর দুজন—৩৭৫ ওয়ানেতে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৬০ ও ৪৪৮ ম্যাচে মাহেলা জয়াবার্ধানে নিয়েছেন ২১৮টি ক্যাচ।