এই তালিকায় টেন্ডুলকার ও তাঁর মাঝে আছেন কুমার সাঙ্গাকারা (২৮০১৬), রিকি পন্টিং (২৭৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭) ও জ্যাক ক্যালিস (২৫৫৩৪)। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। এ সিরিজে কোহলিকে হাতছানি দিচ্ছে ওয়ানডেতে ১৩০০০ রানের মাইলফলক।
ওয়ানডেতেও সর্বোচ্চ রানের রেকর্ডটি টেন্ডুলকারের। ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান তাঁর। এ তালিকায় ১২৮০৯ রান নিয়ে কোহলি আছেন পঞ্চম স্থানে। তাঁর আর টেন্ডুলকারের মাঝে আছেন সাঙ্গাকারা, পন্টিং ও সনাৎ জয়াসুরিয়া।
কোহলির জন্য ওয়ানডেতে যেমন ১৩০০০ রানের মাইলফলকের হাতছানি, আগামীকাল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জন্যও তেমন বিষয় আছে।
সাকিব ও মুশফিকের সামনে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলকের হাতছানি। ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে সাকিবের প্রয়োজন ২৪ রান। আর মুশফিকের রান এখন ৬৯০১, ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে ৯৯ রান।
২৫ হাজারে টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি
৭ হাজার রানের মাইলফলকে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর আগে একজনই পৌঁছেছেন। সেই একজন তামিম ইকবাল। ২৩২ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৩ রান।
সাকিব ৬৯৭৬ রান করেছেন ২২৭টি ওয়ানডে খেলে। সেঞ্চুরি করেছেন ৯টি, ফিফটি ৫২টি। আর মুশফিকের ৬৯০১ রান ৮ সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে ২৪২ ম্যাচ খেলে।