কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, জায়গা নিশ্চিত অলিম্পিকেও

0
23
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। একইসঙ্গে, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা।

মঙ্গলবার (২৯ জুলাই) ইকুয়েডরের অলিম্পিক স্টেডিয়ামে দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নেয় ব্রাজিলের মেয়েরা। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই শিরোপা উৎসব করেছে দলটা।

ফাইনালে আগামী শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, যাদের বিপক্ষে ২০২২ সালের ফাইনালে জিতেছিল সেলেসাওরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.