কেনিয়ার নাইরোবিতে মোটরসাইকেল চালিত বন্দুকধারীদের হাতে নিহত হয়েছেন দেশটির একজন সংসদ সদস্য। নিহত এমপির নাম চার্লস ওংগোন্ডো ওয়েরে। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
পুলিশ মুখপাত্র মুচিরি নি জানিয়েছে, হামলাকারীরা তার গাড়িকে অনুসরণ করার পর এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তাকে কাছ থেকে গুলি করে। ট্র্যাফিক সিগন্যালে ওই এমপির গাড়ি থামানো অবস্থায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত দুই মাস আগে ওয়েরে প্রাণ নাশের হুমকি পেয়েছিলেন।
হামলাকারীরা ওয়েরেকে গুলি করার পর দ্রুত মোটরসাইকেলে করে প্রস্থান করে। তবে, গাড়িতে থাকা ড্রাইভার ও দেহরক্ষীঅক্ষত ছিলেন। হামালার পর সংসদ সদস্যকে দ্রুত নাইরোবি হাসপাতালে নিয়ে গেলেও, সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।