কৃষকের অধিকার আদায়ে ১০ দফা দাবিতে লংমার্চ

0
19
কৃষক ঐক্য পরিষদ

আলু ও পেঁয়াজ কমিশন গঠন, উপজেলা ভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার স্থাপন, কৃষি প্রণোদনা ও ঋণ বিতরণ সহজ করাসহ ১০ দফা দাবিতে লংমার্চ করেছে কৃষক ঐক্য পরিষদ।

বগুড়া থেকে পঞ্চগড়গামী সাত দিনব্যাপী লংমার্চটি রোববার (২০ মার্চ) দুপুরে রংপুরে পৌঁছে। এ সময় নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ১০ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হল, আলু ও পেঁয়াজ কমিশন গঠন, উপজেলা ভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন, ঢাকাসহ সারাদেশে কৃষকের বাজার স্থাপন, কৃষি প্রণোদনা ও কৃষি ঋণ বিতরণ সহজ করা, সিন্ডিকেটমুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিজ পণ্য পরিবহণে চাঁদাবাজি টোল প্রথা নির্মূল করে রেলবগি বরাদ্দ করা, খাস ও পতিত জমি বরাদ্দসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু করা, সরকারিভাবে কৃষিবীমা চালু করা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কৃষকদের ৫০ ভাগ ছাড়ে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত, জাতীয় সংসদসহ অন্যান্য জাতীয় কমিটি ও জেলা-উপজেলা পর্যায়ে মাসিক সভায় আনুপাতিকহারে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত এবং কৃষি প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা।

কৃষক ঐক্য পরিষদের নেতারা জানান, লংমার্চটি ১৭ এপ্রিল বগুড়া থেকে শুরু হয়েছে। আজ রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা শেষে লংমার্চটি লালমনিরহাটে যাবে। এরপর নীলফামারী, ঠাকুরগাঁও হয়ে ২৩ এপ্রিল পঞ্চগড়ে গিয়ে শেষ হবে। এছাড়াও দাবি আদায়ে আন্দোলন চলমান থাকবে বলেও জানান নেতারা।

সংগঠনের রংপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, মহাসচিব সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ আরও অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.