কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, ৭ ককটেল উদ্ধার

0
108
কুমিল্লা নগরীর চকবাজারে বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়।

কুমিল্লায় পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের লাটিপেটা কাঁদানে গ্যাস ও ফাঁকাগুলিতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মিছিল থেকে সাতজনকে আটক করা হয়েছে।

বিএনপির নেতারা বলেন, হরতালের সমর্থনে রোববার সকালে নগরীর কান্দিরপাড় নিমতলী এলাকা থেকে একটি মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় হয়ে রাজগঞ্জ হয়ে চকবাজার পৌঁছালে এতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অন্যরা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, হরতাল সমর্থনে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি নগরীর চকবাজার যাওয়া মাত্র পুলিশ অর্তকিত লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, আমিরুজ্জামান আমিরসহ প্রায় ২০ নেতাকর্মী আহত হর। গ্রেপ্তার করা হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আলী আক্কাসসহ সাতজনকে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নগরীর চকবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। এ সময় ছয়টি ককটেল ও নয়টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

এদিকে হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় ফাকা। বন্ধ আছে দুরপাল্লার সব যানবাহন। কুমিল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, পরিবহন চালু রাখতে আমাদের নির্দেশনা থাকলেও নাশকতার আশঙ্কায় চালকরা গাড়ি বের করছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.