ভারতের সঙ্গে বাংলাদেশেও হতে পারে বিশ্বকাপ

0
181
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান

এ বছরের এশিয়া কাপ আর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ নিয়ে গোল বেধেছে ভারতের সঙ্গে। রাজনৈতিক বৈরিতার কারণে এ দুই বড় টুর্নামেন্টে পাকিস্তানে খেলতে যেতে রাজি নয় ভারত। নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো খেলতে চায় দেশটি।

ভারতের প্রস্তাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) মেতেছে কূটনৈতিক খেলায়। তারাও পাল্টা প্রস্তাব করেছে, এ বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। সম্ভাব্য দেশ হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করেছে পাকিস্তান।

ক্রিকেটের ভারতীয় ওয়েব পোর্টালে এ নিয়ে ব্রেকিং নিউজ হওয়ায় বিশ্বকাপ আয়োজনের আলোচনায় বাংলাদেশ। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে অবগত নন তাঁরা।

ক্রিকইনফোর দাবি, আইসিসির গত সভার বাইরে এ নিয়ে কথা হয়েছে। আলোচনা কতদূর এগিয়েছে, সে বিষয়টি পরিষ্কার নয়। স্বাগতিক ভারতের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ থেকে বোঝা যাচ্ছে, দক্ষিণ এশিয়ার দুই বড় প্রতিবেশীর রাজনৈতিক টানাপোড়েনের খেলা এটি।

কারণ, ভারত দুই দেশে বিশ্বকাপ ভাগ করে আয়োজন করতে রাজি হবে বলে মনে করছে না বাংলাদেশ। বরং বিসিবি কর্মকর্তারা একে ‘ভুয়া খবর’ বলেই অভিহিত করছেন। তবে বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। রাজনৈতিক কারণে ভারত এমন কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিলে অবাক হওয়ার কিছু নেই।

২০১৯ সালের মতো এবারও বিশ্বকাপ হবে ১০ দলের। প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলবে লিগ পর্বে। পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশকে আয়োজনের দায়িত্ব দেওয়া হলে ৯টি ম্যাচ হবে লিগে। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উন্নীত হলে আরও দুটি বড় ম্যাচের আয়োজক হবে ঢাকা। এককভাবে ভারতের বিশ্বকাপ আয়োজনে যেটা বড় ধাক্কা। বিশ্ব ক্রিকেটের বড় মোড়ল বিশ্বকাপের মতো বড় আসরে এত বড় ত্যাগ স্বীকার করবে বলে বিশ্বাস করে না কেউই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.