সাদা পোশাকে পার্টির সাজ

0
194
মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

চোখজুড়ানো শ্বেতশুভ্র বিয়ের পোশাক বা পার্টিওয়্যারের সঙ্গে মানানসই সাজসজ্জার আদ্যোপান্ত জানাচ্ছেন সেগুফতা আজমী মেকাপ আর্টিসট্রি-এর স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ সেগুফতা আজমী।

গ্রীষ্মের ফ্যাশনে সাদা পোশাকের আবেদনই আলাদা। সাদা যেন পবিত্রতা, স্নিগ্ধতা আর শান্তির প্রতীক। বর্তমান সময়ের প্রচণ্ড খরতাপ ও অসহনীয় গরম আবহাওয়ায় অনেকেই পার্টির জন্য সাদা রঙের পোশাক পছন্দ করছেন। আবার বাগ্‌দান, ব্রাইডাল শাওয়ার, বিয়ের মূল অনুষ্ঠান বা রিসেপশনের জন্য অনেকেই এখন পশ্চিমা ওয়েডিং গাউন বা ড্রেসের আদলে পোশাক বেছে নিচ্ছেন।

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন
মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

ড্রেস বা গাউনের কাট, প্যাটার্ন বা ডিজাইন যেমনই হোক, সাদা পোশাকের সঙ্গে মেকাপ করতে গেলে যদি সেগুফতা আজমীর পরামর্শমতে কিছু বিষয় খেয়াল রাখা হয়, তবে থাকা যাবে সব আকর্ষণ ও মনোযোগের কেন্দ্রবিন্দুতে৷

ছবির সাজসজ্জার দিকে তাকালেই বোঝা যাবে, বেজ মেকাপে সাগুফতা বেশ ছিমছাম ভাব রেখেছেন। আর তিনি বলেন, সেটাই ২০২৩ সালের ট্রেন্ড। চোখের সাজের ক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে ৯০ দশকের মেটালিক ধরনের আই লুক।

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন
মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

তবে যেকোনো প্যাস্টেল শেড ও কুল টোনের আইশ্যাডো, যেমন হালকা নীল, হালকা গোলাপি, লাইলাক বা খুব হালকা বেগুনি, ধূসর, হালকা বাদামি ইত্যাদি রং এ বছরের ট্রেন্ডে আছে। লিপস্টিক হিসেবে নুড কালার যেমন ডাস্টি গোলাপি বা মভ, হালকা বাদামি কিংবা আরেকটু চোখে পড়ার মতো গাঢ় লাল রং ব্যবহার করা যায়।

পশ্চিমা ঘরানার ড্রেসের সঙ্গে খুব জবরজং লুক ভালো লাগে না। এখানে স্নিগ্ধতা বজায় রাখতে চোখের সাজ ও লিপস্টিকের রং একেবারেই চড়া রাখা হয়নি। গরম আবহাওয়ার কথা মাথায় রেখে পানিনিরোধী ও ট্রান্সফারপ্রুফ অর্থাৎ কোথাও লেগে যাবে না এমন বেজ মেকাপ করা হয়েছে।

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন
মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

সেগুফতা বলছিলেন, ‘আমি আমার সাজানো চেহারায় অতিরিক্ত ব্লাশ ও হাইলাইটারের ব্যবহার পছন্দ করি না।’ এখানে সেগুফতা কনটুরিং, ব্লাশ ও হাইলাইটার এমনভাবে ব্যবহার করেছেন, যেন চেহারাটি মনোযোগ কাড়ে। চোখের মেকাপে গ্লিটার দেওয়া কাট ক্রিজ আর উইং লাইনার দিয়েছেন তিনি।

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

কিছুটা আবেদনময়ী ভাব ও নাটকীয়তা আনতে চোখের নিচের পাতায় স্মোকি ভাব রেখেছেন তিনি, বললেন সেগুফতা। ঠোঁটের সাজে গাঢ় বাদামি লিপ লাইনার দিয়ে আউট লাইন করে ভেতরে হালকা বাদামি লিপস্টিক দেওয়া হয়েছে। চুলের স্টাইলিংয়ে সেগুফতা লো-বান বা টেনে নিচু করে বাঁধা খোঁপা করেছেন। এই খোঁপাটি সাজানো হয়েছে বিভিন্ন ধরনের অনুষঙ্গ দিয়ে।

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন
মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

সেগুফতার মতে, সাজটা সব সময় এমন হওয়া উচিত, যা আমাদের বয়স ও ব্যক্তিত্বকে সঠিকভাবে উপস্থাপন করবে। আর সাদা পার্টিওয়্যার বা বিয়ের পোশাকের সঙ্গে তাঁর করা এই মিনিমালিস্টিক অথচ নিখুঁত সাজটি সে কথাই বলছে।

মডেল: সারা ভারগোভিক; মেকাপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট: সেগুফতা আজমী; ফটোগ্রাফার: রাজিক হোসেন

নাদিমা জাহান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.