‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাতের তৃতীয় মৃত্যুবার্ষিকী

0
182
‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত।

সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’-এর সম্পাদক, সাহিত্যিক ও শিল্প সমালোচক আবুল হাসনাতের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, শিল্প সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন তিনি। পরিচিতি লাভ করেছেন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।

দীর্ঘ ২৪ বছর দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করা আবুল হাসনাত আমৃত্যু কালি ও কলমের সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্প ও শিল্পী’র তিনি সম্পাদক ছিলেন। তাঁর সাহিত্যে ছদ্মনাম ছিল মাহমুদ আল জামান। ২০১৪ সালে তিনি বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো মনোনীত হন। আবুল হাসনাত ছায়ানটের অন্যতম সংগঠক ও সদস্য ছিলেন। তিনি ছায়ানটের কার্যকরী সংসদের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গতকাল বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, মৃত্যুবার্ষিকীতে আবুল হাসনাতের মিরপুরের বাসায় আজ কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.