কালকিনিতে ককটেল হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত

0
26
মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত ককটেল বোমা হামলা

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত ককটেল বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে করে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় বিএনপি নেতাকর্মীরা যাওয়ার পথে তাদের ওপর হামলা করা হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে। এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফাঁসিয়াতলা বাজারে বিএনপি ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্যোগে জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগ দিতে উপজেলা সদর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী মোটরসাইকেলে করে রওনা দেন।

এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট নামকস্থানে পৌঁছালে তাদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত বোমা হামলা চালায়। এতে করে সুজন সরদার-(৩২) ও শামীম বেপারীসহ ৫জন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী বলেন, জিয়া মঞ্চের প্রস্তুতি সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম, সোহেল, সুমন ও কামালসহ ৫০ থেকে ৬০জন মিলে আমাদের দলীয় লোকজনের ওপর অতর্কিত বোমা হামলা চালায়। এতে করে আমাদের প্রায় ৫ থেকে ৭ জন নেতাকর্মী আহত হয়েছে।

তবে অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদার বলেন, তিনি ঢাকায় আছেন। এ হামলার বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.