কারা বিশ্বকাপ জিতবে জানালেন ওয়েঙ্গার

0
148
ফিফার ওয়ার্ল্ড ফুটবল ডেভেলপমেন্টের ডিরেক্টর আর্সেন ওয়েঙ্গার। ছবি: এএফপি

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব ছিল চমক ও নাটকে ভরপুর। ফেবারিটদের পতন ও আন্ডারডগদের উত্থান প্রায় নিয়মিতই দেখা গেছে। এখন চলছে শেষ ষোলোর খেলা। বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে কারা এগিয়ে থাকবে, তা জানাতে গিয়ে ওয়েঙ্গার বলেছেন, যাদের উইংগাররা সেরা তারাই জিতবে। ফুল ব্যাকরাও গুরুত্বপূর্ণ, নিশ্চিত করতে হবে যে এই খেলোয়াড়েরা যেন উইং থেকে সুবিধা নিতে পারে।

এ সময় নিজের বক্তব্যের সপক্ষে পরিসংখ্যানও তুলে ধরেন এই কিংবদন্তি কোচ। ওয়েঙ্গারের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপে দুই উইং থেকে গোল হয়েছে ৫৮ শতাংশ। রাইট উইং দিয়ে এসেছে ২৮ শতাংশ এবং লেফট উইং দিয়েছে ৩০ শতাংশ গোল। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের তুলনায় ক্রস বেড়েছে ৮৩ শতাংশ। আর প্রতি ম্যাচে গড়ে শট ১২ থেকে নেমে এসেছে ১০.৯ শতাংশে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে শট নিয়েছে জার্মানি। তবে ৬৭টি নিয়েও গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে জার্মানরা। এরপর দ্বিতীয় অবস্থানে আছে স্পেন, যারা শট নিয়েছে ৩৮টি। গ্রুপ পর্বে সবচেয়ে বড় চমক ছিল জার্মানির বিদায়।

রাজনীতিতে বেশি মনোযোগ দেওয়াতে জার্মানদের এমন পরিণতি বলে মনে করেন ওয়েঙ্গার, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিলের মতো দল নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেছে। এই দলগুলো রাজনৈতিক প্রতিবাদে মনোযোগ দেওয়ার বদলে মানসিকভাবে প্রতিযোগিতায় মনোযোগ দিয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.