ভাষাশহীদদের জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে দোয়া

0
99
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রাজধানীর গুলশানের বাসভবনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম। এর আগে ভাষাশহীদ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও মোনাজাত করা হয়। দেশের কল্যাণ ও দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তাজনিত কারণে শহীদ মিনারে যেতে না পারায় মোঃ সাহাবুদ্দিন তাঁর বাসভবনে এ দোয়ার আয়োজন করেন। এ সময় তিনি বলেন, ‘ভাষাসৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাঁদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.