কারওয়ান বাজার মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলো পুলিশ

0
5
৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা
৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আজ সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। পরে তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ এসে আন্দোলনে নামা বিদেশগামী কর্মীদের সেখান থেকে সরিয়ে দেন।
 
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে আন্দোলনকারীদের কারওয়ান বাজার থেকে সরিয়ে দেয় পুলিশ।
 
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সার্ক ফোয়ারা এলাকায় অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এর মধ্যে সেখানে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। এতে করে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মূল সড়কটিতে আবারও যান চলাচল শুরু হয়।
মালয়েশিয়া যেতে না পারা এই শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে না পারেনি। এমনকি এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি তারা। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত যেন তাদের অর্থ ফেরত দেওয়া হয়।
 
এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। আমাদের একেকজনের পরিবারের এমন অবস্থা যে, তারা এখন বাড়িতেও ফিরতে পারবে না। কিন্তু পুলিশ আমাদের জোরপূর্বক সরিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা এখন এখান থেকে শাহবাগ যাব এবং সেখানে অবস্থান নেব। তবুও আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো।
 
এর আগে, আজ সকাল ৯টা থেকে তারা রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। এতে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.