কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে আইনি নোটিশ চিটাগং কিংসের

0
5
কানাডিয়ান মডেল ইয়াশা সাগর

চলমান বিপিএলে আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। নিজেদের হোস্ট হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল চিটাগং কিংস। তার উপস্থিতিতে চিটাগং কিংসের উপর নজর ছিল দর্শকদের। কিন্তু চিটাগং ফাইনালে উঠলেও দলের সঙ্গে তাকে দেখা যায়নি। জানা গেছে, চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগাং কিংস।
বিজ্ঞাপন

চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইয়াশা সাগরের বিরুদ্ধে এই আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর ইয়াশা সাগরের সঙ্গে চিটাগাং কিংসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপস্থাপনার পাশাপাশি স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন ও বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের শর্ত অন্তর্ভুক্ত ছিল। চুক্তির ৯ নম্বর ধারায় উল্লেখিত শর্ত লঙ্ঘন করেছেন ইয়াশা।

কানাডিয়ান মডেল ইয়াশা সাগর

নোটিশে আরও বলা হয়, ইয়াশা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি এবং প্রযোজ্য স্পন্সর শুট ও প্রোমোশনাল শুটআউট সম্পন্ন করেননি। যার ফলে চিটাগাং কিংসের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামেরও ক্ষতি হয়েছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।

দলটির পক্ষে থেকে জানানো হয়েছে, গত ২ ফেব্রুয়ারি ইয়াশাকে আইনি নোটিশ পাঠানো হয় এবং ২ দিনের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নোটিশ পাওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি কাউকে কিছু না জানিয়ে তিনি হোটেল ত্যাগ করেন।

এরপর ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে জানা যায়, তিনি ভারতে পাড়ি জমিয়েছেন। ইয়াশা সাগর যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিভঙ্গ সংক্রান্ত সমস্যার সমাধান না করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটির মালিকপক্ষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.