জাতীয় দলের সিরিজ শেষ করেই কানাডায় গ্লোবাল টি২০ লিগে খেলতে যাবেন সাকিব আল হাসান। এর আগেই একবার কানাডা ঘোরা হয়ে যাচ্ছে তাঁর। সোমবার রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
এবার ক্রিকেটীয় কোনো সফরে যাননি বাঁহাতি এ অলরাউন্ডার। তার পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী, পুত্র-কন্যাদের দেশে আনতে গেছেন তিনি। যুক্তরাষ্ট্রের উসকনসিন থেকে কানাডা কাছে হওয়ায় বিকল্প পথে পরিবার নিয়ে দেশে ফেরার এ পথ বেছে নেন সাকিব।
সব্যসাচী এ ক্রিকেটারের ঘনিষ্ঠ একজন জানান, কানাডা হয়ে ঢাকায় পৌঁছাতে সময় কম লাগে। সে কারণে এই সিদ্ধান্ত। ২৬ জুন সপরিবারে দেশে ফেরার কথা সাকিবের। কারণ দু’দিন পরই কোরবানির ঈদ। এবার পরিবার নিয়ে বাবা-মার সঙ্গে ঈদ উদযাপন করতে চান তিনি। গত ঈদে সাকিব বাবা-মায়ের সঙ্গে থাকলেও স্ত্রী, পুত্র-কন্যারা ছিল যুক্তরাষ্ট্রে।