স্বাগতিক হিসেবে কাতার বিশ্বকাপে খেলছে। সেজন্য তাদের বাছাইপর্ব পার হতে হয়নি। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কাতার বেশ কিছু প্রীতি ম্যাচ খেলেছে। এছাড়া ফিফা আবর কাপ ও গোল্ড কাপ খেলেছে। সেখানে অনেকগুলো ম্যাচে কাতারকে পেনাল্টি পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে ফিফার কাছে।
সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপে যেন কাতারের ম্যাচে সততা বজায় রাখা হয় ফিফার কাছে এই মর্মে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে যে, বিশ্বকাপের প্রস্তুতির জন্য কাতার চলতি বছর যে ১১টি ম্যাচ খেলেছে, সেখানে মাত্রতিরিক্ত পেনাল্টি ‘উপহার’ হিসেবে পেয়েছে তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাতার যাতে বিশ্বকাপে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে সেজন্য তাদের অনেকগুলো পেনাল্টি পাইয়ে দেওয়া হয়েছে। তবে কাতারের প্রতি আনা কোন অভিযোগ খতিয়ে দেখা হয়নি।’
কাতার চলতি বছর খেলা ১১ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে। ড্র করেছে চারটিতে, হেরেছে দুটি। গুয়েতামালার বিপক্ষে কাতার জিতেছিল ২-০ গোলে। ওই ম্যাচে ৩৮ ও ৪০ মিনিটে দেওয়া হয়েছিল পেনাল্টি। আরব কাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিকরা ৫-০ গোলে জিতেছিল। দুটি পেনাল্টি ও আত্মঘাতী গোল ছিল একটি।
সংযুক্ত আরব আমিরাতে গোল্ড কাপে অংশ নিয়েছিল কাতার। সেখানে কোয়ার্টার ফাইনালে এল সালভাদরের বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল কাতার। গুরুত্বপূর্ণ গোলটি এসেছিল পেনাল্টি থেকে। বুলগেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ছিল একটি পেনাল্টি।