কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে : স্বাগতা

0
6
অভিনেত্রী জিনাত শানু স্বাগতা

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারাদেশ। বিশেষ করে মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার জোর দাবি উঠেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও। তাদের মধ্যে একজন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা।

ধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাগতা নিজের ভেরিফায়েড ফেসব অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তার জীবনের বাস্তবতার কথা তুলে ধরেন।

পোস্টে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’

অভিনেত্রীর সেই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি, ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ নেয়ার স্বাধীনতা আছে।’

উত্তরে স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা, যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে।’

তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন, এ বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.