বরিশাল সিটি নির্বাচনে মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা দলীয় মেয়র প্রার্থী আাবুল খায়ের আবদুল্লাহর বিরোধিতা করছেন- নির্বাচনের শুরু থেকে এমন অভিযোগ করছেন খায়েরপন্থীরা। রোববার জেলা আওয়ামী লীগের সদস্য খায়েরপন্থী কাউন্সিলর ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শরীফ আনিছুর রহমান সংবাদ সম্মেলন করে বলেন, ‘নৌকাকে হারানোর জন্য হাতপাখার প্রার্থীকে ৩ কোটি টাকা দিয়েছেন বরিশাল আওয়ামী লীগের অভিভাবক নেতা। ঢাকায় বসে এ টাকার লেনদেন হয়েছে।’ রোববার বিকালে দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই কাউন্সিলর আনিছকে মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনু বলেন, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বর্তমান প্রার্থী শরীফ আনিছুর রহমান দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক অভিযোগ করেছেন। তার করা অভিযোগের কোনো সত্যতা নেই। শৃঙ্খলা ভঙ্গ করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাতে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বহিষ্কার হওয়া শরীফ আনিছুর বলেন, ‘আমি জন্মসূত্রে আওয়ামী লীগ। দলে পদ থাকলেও আছি, না থাকলেও আছি। বহিষ্কার করে আমাকে আওয়ামী লীগ থেকে ফেরাতে পারবে না।’
আনিছুর দাবি করেন, ভাইরাল হওয়া বক্তব্য তিনি বলেননি। তার কণ্ঠ এডিট করে ওই বক্তব্য দিয়ে ভাইরাল করা হয়েছে। শরীফ আনিছুর বলেন, সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘ওপরে নৌকার ব্যাচ, নিচে হাতপাখার ব্যাচ লাগিয়ে নৌকা মার্কায় ভোট চাওয়া হচ্ছে।’