ঘটনাটি আজ মঙ্গলবার সকালের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩৯২ ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে। কলকাতার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়ন করে। পরে ঢাকায় সকাল ১০টা ৩ মিনিটে সেটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের সবাই নিরাপদে ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজটি ড্যাশ ৮-৪০০ মডেলের। এর পেছনের ডান পাশের চাকার টায়ার ফেটে যায়। উড়োজাহাজটি অবতরণের সময় জরুরি পরিস্থিতি মেকাবিলায় বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।