প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মার্ক জাকারবার্গ ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা কর্মসূচির খরচ জোগাতে ভাতা বাড়ানোর প্রয়োজন ছিল। তবে এমন এক সময় এই ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো যখন কর্মী ছাঁটাই নিয়ে সমালোচনার মুখে পড়েছে মেটা।
গত বছরের অক্টোবরে অন্তত ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানায় ফেসবুক, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ। বলা হয়, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে এবারই প্রথম এত বড় সংকটের মুখে পড়ে ফেসবুক।
চলতি ২০২৩ সালকে মেটার জন্য ‘দক্ষতার বছর’ হিসেবে ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। মেটা জানায়, চলতি বছর তাদের ব্যয় ৮৯ থেকে ৯৫ বিলিয়ন ডলার অর্থাৎ ৮ হাজার ৯০০ কোটি থেকে ৯ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে থাকবে। এ জন্য প্রতিষ্ঠানটি নতুন করে আরও কর্মী ছাঁটাই করবে বলে মনে গুঞ্জন রয়েছে। সে জন্য বাজেট চূড়ান্ত করতে বিলম্ব করছে প্রতিষ্ঠানটি। তবে এবার ঠিক কত কর্মী ছাঁটাই হতে পারে, তা জানা যায়নি।