
আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার জেরে এবার কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। গতকাল শনিবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, নারীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেয়া হবে। নতুন নীতিমালার আওতায়- বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা ‘রেস্ট রুম’, নারী ভলান্টিয়ার নিয়োগ, ‘সেফ জোন’ নিশ্চিত করা হবে।
আরও জানানো হয়, নারীদের সুরক্ষায় একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে নিকটবর্তী থানায় জরুরি প্রয়োজনে সহজেই বার্তা পাঠাতে পারবেন নারীরা। এছাড়াও নারীদের সুরক্ষায় আরও বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান আলাপন বন্দোপাধ্যায়।












