পরীমনির প্রথম, পরিচালকেরও প্রথম

0
108
সিনেমার দৃশ্য

ধনীর দুলালী, যাত্রাপালার নায়িকা কিংবা সংবাদকর্মী—আট বছরের ক্যারিয়ারে বহু চরিত্রে পরীমনিকে পাওয়া গেছে। প্রথমবারের মতো মায়ের চরিত্রে দর্শকের সামনে আসছেন তিনি। মা সিনেমা দিয়েই চলচ্চিত্র নির্মাতার খাতায় নাম লেখাচ্ছেন নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার, প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পেয়েছেন পরীমনিকে।

২০২১ সালের ৪ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার হন পরীমনি, কারাগারের ঝঞ্ঝামুখর সময় পেরিয়ে ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। কারাগার থেকে বাসায় ফিরে দেখলেন, সিনেমার চিত্রনাট্য নিয়ে পরিচালকেরা তাঁর বাসায় হুমড়ি খেয়ে পড়েছেন।
পরীমনি গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে জানান, অনেকগুলো চিত্রনাট্য থেকে মা সিনেমার কাহিনিসংক্ষেপ পড়ে তিনি অরণ্য আনোয়ারের সঙ্গে যোগাযোগ করেন। প্রথম বৈঠকেই সিনেমাটি করার বিষয়ে সম্মত হন। বৃহস্পতি তুঙ্গে থাকাকালে বাণিজ্যিক সিনেমার নায়িকাদের মায়ের চরিত্রে খুব একটা দেখা যায় না, তবু ভিন্ন পথেই হাঁটলেন পরীমনি। প্রচলিত ধারণায় বিশ্বাস রাখেন না তিনি, নিজের শর্তে বাঁচেন, চিত্রনাট্য নির্বাচন করেন তিনি।

সিনেমার দৃশ্য
সিনেমার দৃশ্য

পরীমনির ভাষ্যও পরিষ্কার, ‘সাধারণ কোনো নারী এই বয়সে মা হতে পারলে আমি কেন চরিত্রটি করতে পারব না! নায়িকারা মায়ের চরিত্র করতে পারবেন না? আমি সত্যি সত্যিই মা হয়ে সিনেমাটি করেছি।’
১৯৭১ সালে কুমিল্লা অঞ্চলের এক সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। নিজের সাত মাস বয়সী সন্তানের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি বীণাপাণি বড়ুয়া। সন্তানকে নিয়ে তাঁর লড়াইয়ের গল্প তুলে এনেছেন নির্মাতা। সিনেমাটির দৃশ্যধারণের সময় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পরীমনি, পুত্রসন্তান রাজ্যকে গর্ভে নিয়েই বীণাপাণি চরিত্র ধারণ করেছেন তিনি। পরীমনি বলছেন, ‘আমি জানি না, কীভাবে ঘটল। দারুণ একটা ব্যাপার আমার জীবনে ঘটে গেছে।’

অরণ্য আনোয়ার বলছেন, ‘শুটিং শুরুর পর বুঝলাম, পরীমনি জাত অভিনেত্রী। অভিনয়টা ওর মধ্যে আছে।’
আমাদের নুরুল হুদার মতো আলোচিত ধারাবাহিকের নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘হাওয়া, পরাণ কিংবা বেদের মেয়ে জোসনা যেমন ইমেজ তৈরি করেছে, সেই রকম নয়; আমার সিনেমাটি ছুটির ঘণ্টার চেয়েও বড় ইমেজ তৈরি করবে।’
সিনেমাটি মুক্তির আগেই পরীমনির কোলজুড়ে এসেছে রাজ্য। রাজ্য ও সিনেমায় তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুশিল্পীকে নিয়ে সিনেমাটি দেখতে চান তিনি। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ২০ মে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।

সিনেমার পোস্টার
সিনেমার পোস্টার

একনজরে মা
নির্মাতা: অরণ্য আনোয়ার
প্রযোজনা: অরণ্য আনোয়ার ও পুলককান্তি বড়ুয়া
অভিনয়ে: পরীমনি, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।
মুক্তি: স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা ও ব্লকবাস্টার সিনেমাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.