গাজায় ২৩ দিনে নিহত ৮৩০৬

0
97
শতাব্দীর অন্যতম ভয়াবহ হামলা চলছে গাজায়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণে গত ২৩ দিনে ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জন শিশু এবং ২ হাজার ১৩৬ জন নারী। খবর রয়টার্সের।

নিহতদের মধ্যে বৃদ্ধ রয়েছেন ৪৮০ জন। পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১৯ ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলার পর গাজায় ১ হাজার ৯৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫০ জন শিশু।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শতাধিক সেনা। এ ছাড়া নিজেদের বন্দিদের মুক্ত করে আনতে দুই শতাধিক ইসরায়েলিকে গাজায় জিম্মি করে রেখেছে হামাস। এসব জিম্মির বেশ কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.