কলেরা টিকা পাচ্ছে ৩০ হাজার রোহিঙ্গা

0
95

ভাসানচরে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব রোধে পুনর্বাসিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়া শুরু হয়েছে। গত সোমবার শুরু হওয়া এ কার্যক্রম চলবে আজ বুধবার পর্যন্ত। এই তিন দিনে ৩০ হাজার রোহিঙ্গাকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

গত সোমবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম এবং আইসিডিডিআর,বির ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ফিরদৌসী কাদরী,  নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার প্রমুখ। ২০২১ সালের জুনে এখানে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটেছিল।

আইসিডিডিআর,বি জানিয়েছে, ১৯ মার্চে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের এ টিকা দেওয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.