
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ম্যানহাটনের ফেডারেল কোর্টহাউসে স্থানান্তর করেছে মার্কিন কর্তৃপক্ষ।
মাদুরোকে আদালতে স্থানান্তরের বেশ কিছু ছবি এরইমধ্যে প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি ছবিতে হাত বাঁধা অবস্থায়ও হাসিমুখে দেখা গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। অনেকের মতে, আগ্রাসনের মুখেও এই ছবি তার সাহসেরই প্রতীক।
সোমবার (৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে নেওয়া হয়েছে। তার সঙ্গে ‘কয়েদির মতো পোশাকে’ একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই নারী মাদুরোরই স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কয়েকজন এজেন্ট ছিলেন মাদুরো এবং তার স্ত্রীর পাহারায়। এসময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাটতে দেখা গেছে বলেও জানিয়েছে বিবিসি।
ঠিক ওই সময়েরই কিছু ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। এর একটিতে হাসিমুখে দেখা গেছে মাদুরোকে।
জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মার্কিন জেলা জজ অ্যালভিন কে. হেলারস্টেইনের সামনে হাজির হওয়ার কথা রয়েছে মাদুরো ও তার স্ত্রীর।
উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে ভয়াবহ এক সামরিক অভিযান চালানোর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর তাদেরকে বন্দি করা হয় নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি)।















