কমেছে হিলিতে আমদানিকৃত আলুর দাম

0
10
হিলিতে আমদানিকৃত আলু

হিলি স্থলবন্দরে গেল ২ দিনের ব্যবধানে ৬ থেকে ৮ টাকা কমেছে আমদানি করা আলুর দাম। দুইদিন আগেও হিলিবন্দরে প্রতি কেজি ভারতীয় ডায়মন্ড জাতের আলু ৫২ থেকে ৫৪ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। আর স্টিক জাতের আলু ৫৬ থেকে ৫৭ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। তবে বন্দরে কমেছে আমদানির পরিমাণ। কয়েকদিন আগেও হিলি বন্দর দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক আলু আমদানি হলেও এখন হচ্ছে ২৫ থেকে ৩০ ট্রাক।

আমদানিকারকরা বলছেন, একদিকে ভারতের মোকামে আলুর দাম বৃদ্ধি অন্যদিকে দেশের বাজারে দাম কমে যাওয়ায় খুব একটা লাভ হচ্ছে না। ফলে আমদানির পরিমাণ কিছুটা কমেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.