কমলো ডিজেল ও কেরোসিনের দাম

0
18
ডিজেল ও কেরোসিন

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন এই দর আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

এদিকে, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম কমায় সরকার। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমানো হয়েছিল। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা দাড়িয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.