সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল শুরু করেছেন বিএনপির নেতা–কর্মীরা। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের স্টেডিয়ামের সামনে মিছিল শুরু হয়েছে।
বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হবেন দলটির নেতা–কর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে দেখা যায়, বেলা দুইটা থেকে দলটির নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কমলাপুর স্টেডিয়াম এলাকায় আসতে থাকেন। সেখানে অবস্থান নিয়ে কিছু সময় সরকারবিরোধী নানা স্লোগান দেন তাঁরা।
এরপর নয়াপল্টন অভিমুখে গণমিছিল শুরু হয়। প্রতিটি ইউনিটের নেতা–কর্মীরা আলাদা ব্যানার নিয়ে মিছিলে অংশ নিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এ গণমিছিলে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিম উদ্দিন ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।