কমলাপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

0
117
একতা এক্সপ্রেস লাইনচ্যুত

রাজধানীর কমলাপুর রেলস্টশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল।

পঞ্চগড়গামী ট্রেনটি কমলারপুর থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশন এলাকাতেই লাইনচ্যুত হয় বলে জানান স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, এখনও উদ্ধার কাজ চলমান। তবে অন্যান্য লাইন দিয়ে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং স্টেশনে ঢুকছে।

একতা এক্সপ্রেসের সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ট্রেনটি ১০টা ২৩ মিনিটে স্টেশন ত্যাগ করে। এর কিছুক্ষণ পরই লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ট্রেনটি প্লাটফর্ম ত্যাগ করে মূল লাইনে ওঠার মূহূর্তে মাঝের একটি কোচের চাকা লাইনচ্যুত হয়। তবে ট্রেনটির গতি কিছুটা কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

আনোয়ার হোসেন জানান, অন্য ট্রেনগুলো ২০-২৫ মিনিট বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.