কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।

0
157
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন স্থান করে নিতে পারে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থল (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) হিসেবে। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষান রেড্ডি বুধবার টুইটে এ তথ্য জানান।

টুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেতে পারে। আগামী সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিং হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খবর- হিন্দুস্তান টাইমস।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা সংস্থা আইকোমস (ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মনুমেন্টস অ্যান্ড সাইটস)-এর পক্ষ থেকে শান্তিনিকেতনের নাম সুপারিশ করা হয়েছে। আইকোমসের পরীক্ষায় পাসের পরে শান্তিনিকেতনের স্বীকৃতি মোটামুটি নিশ্চিত।

রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে জড়িয়ে থাকা শান্তিনিকেতন পুরো বিশ্বের কাছে পরিচিত। উইকিপিডিয়ার তথ্যানুসারে, শান্তিনিকেতনে ১৯২১ সালের ২৩ ডিসেম্বর তৈরি হয়েছিল বিশ্বভারতী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। ১৯৫১ সালে একে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে ভারত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.