সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি রামু সেনানিবাসের ইউনিটগুলোয় চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার কক্সবাজার এরিয়া পরিদর্শনের সময় সেনাপ্রধান রামু সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের উদ্দেশে দরবার নেন। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সব সময় প্রস্তুত থাকতে এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশনড অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।