কক্সবাজারে নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, টিকটকার গ্রেপ্তার

0
15
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টিকটকার মো. ইউনুস মিয়া (৩৩) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইউনুস কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিটি স্কুল এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সৈকতে নারী পর্যটকদের গোসল, চলাফেরা ও একান্ত সময় কাটানোর মতো ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে ভিডিও করে প্রকাশ করা নিন্দনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু ভুক্তভোগীদের মানসিক ক্ষতিই নয়, কক্সবাজারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ধাপে ধাপে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.