ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ৫০ রানে জিতেছে বাংলাদেশ। ওই জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। দলের ওই জয়ের নায়ক বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ব্যাট হাতে তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন। ৭১ বলে সাত চারে ওই রান করেন তিনি। বল হাতে নিয়েছেন ম্যাচে সবার চেয়ে বেশি চার উইকেট। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট এবং জেমস ভিন্সি ও রেহান আহমেদকে আউট করেছেন তিনি।
ওই চার উইকেট নিয়ে দেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন দেশসেরা ক্রিকেটার। বিশ্ব সেরা ওয়ানডে অলরাউন্ডার অবশ্য আগেই দেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে উইকেট মাশরাফি মর্তুজার। তিনি ২৬৯ উইকেট নিয়েছেন।
সাকিব ৩০০ থেকে ছয় উইকেট দূরে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিলেন। মিরপুরে প্রথম দুই ম্যাচে তিনি নিয়েছিলেন দুই উইকেট। তিনশ’র কীর্তি গড়তে তার অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছিল। তবে অপেক্ষায় রাখলেন না এই অফ স্পিনার।
তিনশ’ উইকেটের সঙ্গে সাত হাজার ওয়ানডে রান করারও সামনে ছিলেন তিনি। তার জন্য করতে হতো ১৬৫ রান। তবে সাকিব ২৪ রান দূরে থেকে ইংল্যান্ড সিরিজ শেষ করেছেন।