ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে তথ্য মন্ত্রণালয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

0
24
মন্ত্রীপরিষদ বিভাগ

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সভাপতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পাঁচ সদস্যের এ কমিটিতে সদস্য হিসেবে আছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

এ কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব প্রস্তাব করা হয়ছিল, সেগুলো পর্যালোচনা করবে। একই সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদনে বেসরকারি টেলিভিশনের লাইসেন্সের বিষয়ে অস্বচ্ছতার যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে কীভাবে স্বচ্ছতা আনা যায়, সে বিষয়ে পরামর্শ দেবে। একই সঙ্গে সম্প্রতি অনুমোদন পাওয়া দুটি বেসরকারি টেলিভিশনের বিষয়েও পর্যালোচনা করে দেখবে এ কমিটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.