ওয়ানডে দল থেকে বাদ পড়া ধনঞ্জয়া শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক

0
142
২০১৯ সালে অধিনায়কত্ব পাওয়ার পর শ্রীলঙ্কাকে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে, এএফপি

ওয়ানডে, টি–টোয়েন্টির পর টেস্টেও নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। টেস্টে দিমুথ করুনারত্নের বদলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ধনঞ্জয়া ডি সিলভাকে। অধিনায়ক বদলের বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা। শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া।

২০১৯ সালে অধিনায়কত্ব পাওয়ার পর শ্রীলঙ্কাকে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে। তাঁর অধীনে টেস্টে শ্রীলঙ্কার জয় ১২টি, হেরেছে সমান ১২ ম্যাচে, বাকি ৬ ম্যাচ করেছে ড্র।

এই বাঁহাতি ওপেনারের নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকায় ২০১৯ সালে এশিয়ার প্রথম দল ও সব মিলিয়ে তৃতীয় দল হিসেবে টেস্ট সিরিজ জেতে লঙ্কানরা। অধিনায়ক হিসেবে করুনারত্নের ব্যাটিং গড়ও দুর্দান্ত—৪৯.৮৬। সে তুলনায় তাঁর ক্যারিয়ার গড়ই কম—৪০.৯৩

নতুন নেতৃত্ব পাওয়া ধনঞ্জয়াও কয়েক বছর ধরে টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৫১ টেস্ট। করেছেন ১০ শতক ও ১৩ অর্ধশতক। অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়ার প্রথম অভিযান শুরু হবে ৬ ফেব্রুয়ারি, আফগানিস্তানের বিপক্ষে।

২০১৯ সালে অধিনায়কত্ব পাওয়ার পর শ্রীলঙ্কাকে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে
২০১৯ সালে অধিনায়কত্ব পাওয়ার পর শ্রীলঙ্কাকে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে, এএফপি

গতকালই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করেছে এসএলসি। সেই দলে জায়গা হয়নি নতুন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়ার। তিনিসহ বিশ্বকাপে খেলা ৯ জন বাদ পড়েছেন। ধনঞ্জয়া ছাড়া অন্যরা হলেন কুশল পেরেরা, কাসুন রাজিতা, দিমুথ করুনারত্নে, দুশান হেমন্ত, অ্যাঞ্জেলো ম্যাথুস, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা ও লাহিরু কুমারা।

অন্যদিকে গত সপ্তাহেই বিশ্বকাপে দাসুন শানাকার চোটে আপত্কালীন দায়িত্ব পাওয়া কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক করা হয় ওয়ানিন্দু হাসারঙ্গাকে। দুই সংস্করণেই সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে চারিত আসালাঙ্কাকে।

গত ডিসেম্বরেই জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সাবেক বাঁহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে চেয়ারম্যান করে গঠিত কমিটিতে আছেন চারজন—অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পারানাভিতানা ও দিলরুয়ান পেরেরা। এ ছাড়া এক বছরের চুক্তিতে ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সনাৎ জয়াসুরিয়া। বোঝা–ই যাচ্ছে, পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে লঙ্কান ক্রিকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.