ওবামা ফাউন্ডেশন স্কলারশিপে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, টোয়েফল ৬০০–আইইএলটিএস ৭–এ আবেদন

0
3
ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম নেতৃত্ব বিকাশের একটি প্রোগ্রামছবি: ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামের ওয়েবসাইট থেকে নেওয়া

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীরা জন্য বিদেশে একটি সুযোগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আবেদন গ্রহণ চলছে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ স্কলারশিপ পেলে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ মিলবে।

ফুল ফান্ডেড এ প্রোগ্রাম নেতৃত্ব বিকাশের একটি প্রোগ্রাম। আমেরিকাসহ বিশ্বের ভবিষ্যৎ নেতাদের জন্য একটি প্রোগ্রাম, যাঁরা তাঁদের সম্প্রদায়, দেশ ও অঞ্চলের নানা চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করার চেষ্টা করে যাবেন। পুরো শিক্ষাবর্ষে নেতৃত্বের বিকাশ, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম শক্তিশালী করতে নির্দিষ্ট পাঠ্যক্রমে পাঠদান করা হবে শিক্ষার্থীদের। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে কাজের ক্ষেত্র প্রসারিত করতে পারবেন।

ওবামা ফাউন্ডেশনের স্কলাররা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এক শিক্ষাবর্ষে তাঁদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এবং নতুন ক্ষমতা ও নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পান। প্রোগ্রামটি শেষ হওয়ার পর স্কলাররা, তাঁরা যে অঞ্চলে কাজ করছেন, সেখানে ফিরে যাবেন এবং তাঁদের অর্জিত অভিজ্ঞতা ওই অঞ্চলের পরিবর্তনে ভূমিকা রাখবেন।

ওবামা ফাউন্ডেশনের স্কলাররা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এক শিক্ষাবর্ষে তাঁদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এবং নতুন ক্ষমতা ও নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পান
ওবামা ফাউন্ডেশনের স্কলাররা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এক শিক্ষাবর্ষে তাঁদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এবং নতুন ক্ষমতা ও নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পানছবি: ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদনের যোগ্যতা কী—

  • নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে (যারা ইতোমধ্যে নিজ দেশে অর্থপূর্ণ অবদান রেখেছেন)
  • উদীয়মান নেতা, যাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অর্থপূর্ণ অবদান রেখেছেন এবং এখন তাঁদের কর্মজীবনে ভালো করছেন
  • প্রোগ্রামটি শেষ করার পর নিজ দেশে ফিরে আসতে হবে
  • ইংরেজিতে দক্ষতা থাকতে হবে (মৌখিক, লিখিত ও কথ্য)
  • ইংরেজি ভাষা দক্ষতার স্কোর থাকতে হবে; টোয়েফেল (ইন্টারনেট বেজড পরীক্ষা) স্কোর ১০০, টোয়েফল (পেপার বেজড পরীক্ষা) স্কোর ৬০০, আইইএলটিএসে ৭, পিটিই একাডেমিক ৬৮ ও ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে ১২০ স্কোর থাকতে হবে;
  • নিজ সম্প্রদায়ের ভবিষ্যৎকে ইতিবাচকভাবে গঠন করার ক্ষমতা ও প্রবণতা থাকতে হবে
  • আবেদনের বয়স ২৬ থেকে ৪৫ বছর পর্যন্ত।

প্রয়োজনীয় নথি—

  • অনলাইন আবেদনপত্র
  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
  • নিজের প্রতিশ্রুতি সম্পর্কে তিন মিনিটের একটি ভিডিও বার্তা পাঠাতে হবে
  • ছোট প্রবন্ধের মাধ্যমের প্রশ্নের উত্তর
  • ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র
  • সাম্প্রতিক সময়ের দুটি রেফারেন্সের চিঠি।
ইংরেজি ভাষা দক্ষতার স্কোর থাকতে হবে
ইংরেজি ভাষা দক্ষতার স্কোর থাকতে হবেছবি: ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামের ওয়েবসাইট থেকে নেওয়া

স্কলাররা যেসব সুবিধা পাবেন—

  • আমেরিকায় জীবনযাত্রার খরচের মাসিক উপবৃত্তি
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সজ্জিত স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ
  • কলাম্বিয়া ইউনিভার্সিটিতে চারটি পর্যন্ত কোর্সের সব টিউশন ফি ফ্রি
  • নিউইয়র্ক সিটিতে প্রোগ্রামের সময়কালের জন্য প্রাথমিক চিকিৎসা ও জীবনবিমা
  • নিজ দেশ থেকে আমেরিকা যাতায়াতের বিমানভাড়া
  • প্রাথমিক চিকিৎসা ও জীবনবিমার সুবিধা প্রদান দেবে
  • প্রোগ্রাম-সম্পর্কিত কার্যক্রমের যাতায়াত সুবিধা।
২৬ থেকে ৪৫ বছর বয়সী যেকেউ এ বৃত্তিতে আবেদন করতে পারবেন
২৬ থেকে ৪৫ বছর বয়সী যেকেউ এ বৃত্তিতে আবেদন করতে পারবেনছবি: ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামের টুইটার পেজ থেকে থেকে নেওয়া

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

*আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

*ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৪।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.